পিপিআর রোগ নির্মূলে সারাদেশে একযোগে বিনামূল্যে ছাগল-ভেড়ায় টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের বড়ইকুড়ি গ্রামেিএই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ খন্দকার সাগর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোহনপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী ডাঃ মো আতোয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর আয়শা সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহা: সঈদ আলী রেজা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবির উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রতিটি ওয়াডে ও গ্রামে ১ অক্টোবর-১৮ অক্টোবর, ২০২৪ ইং পর্যন্ত ১লক্ষ ছাগল ভেড়ায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস